জীবননগরে পরিত্যক্ত অবস্থায় বন্দুকের ৬০ রাউন্ড উদ্ধার

জীবননগর ব্যুরো: জীবননগরে পরিত্যক্ত অবস্থায় বন্দুকের ৬০ রাউন্ড গুলি উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। গতকাল সোমবার বিকেলে জীবননগর উপজেলার কাঁটাপোল গ্রাম থেকে মরিচা ধরা ওই গুলিগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানান, সোমবার বিকেল ৫ টায় জীবননগর উপজেলার কাঁটাপোল গ্রামের বকুলতলাপাড়ার আব্দুল আজিজের মেয়ে সাদিয়া খাতুন (১২) এবং একই পাড়ার রবিউল ইসলামের মেয়ে সিমু খাতুন (৮) বাড়ির পাশে ছট্টু বিশ্বাসের আম বাগানের গর্তের ভেতরে খেলা খেলছিলো। খেলার এক পর্যায়ে তারা একটি আম গাছের গোড়ায় মাটি খুড়তে গিয়ে মাটির নিচে একটি প্যাকেটের ভেতর বন্দুকের গুলি দেখতে পাই। বিষয়টি জানার পর স্থানীয় ইউপি সদস্য আতিকুজ্জামান সন্টু হাসাদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (উপ-পরিদর্শক) রকি ম-লকে খবর দেন। খবর পেয়ে পুলিশ বিকেল ৬টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে থ্রি নট থ্রি রাইফেলের ৬০ পিচ মরিচা পড়া গুলি উদ্ধার করেন।
ইউপি সদস্য আতিকুজ্জামান সন্টু বলেন, শিশুরা খেলতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় বকের গুলিগুলো পাবার পর তারা সেগুলো বাড়িতে নিয়ে যায়। পরে পুলিশ এসে গুলিগুলো নিজেদের হেফাজতে নেয়।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া গুলিগুলো জীবননগর থানায় নেয়া হয়েছে। গুলিগুলো মরিচা ধরা। এগুলো থ্রি নট থ্রি রাইফেলের গুলি। সম্ভবত ১৯৭১ সালে যুদ্ধের সময়ের গুলি।

Comments (0)
Add Comment