জীবননগর ব্যুরো: জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা জুবায়ের খানকে সংবর্ধনা জানিয়েছে দলটির জীবননগর থানা শাখা। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার তরফদার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত জীবননগর থানা শাখার অস্থায়ী কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসার মধ্য দিয়ে মাওলানা জুবায়ের খানকে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জীবননগর থানা শাখার সভাপতি মুফতি শাহজামাল, সেক্রেটারি হাফেজ মাওলানা জুবায়ের আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জাহিদ বিন ইউসুফ। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল সদস্যবৃন্দরা উপস্থিতি ছিলেন। বক্তারা বলেন, ইসলামী আদর্শ প্রতিষ্ঠার পথে বাংলাদেশ খেলাফত মজলিস যে ধারা বজায় রেখেছে, তাতে মাওলানা জুবায়ের খান সাহেবের মতো প্রজ্ঞাবান ও আদর্শবান নেতৃত্ব অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, ইসলামী রাজনীতিকে সুসংগঠিত ও লক্ষ্যপানে এগিয়ে নিতে এ সংবর্ধনা নতুন উদ্দীপনা যোগাবে। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে প্রার্থীর প্রতি আস্থা, ভালোবাসা ও সহযোগিতার বার্তা স্পষ্ট হয়ে ওঠে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।