জীবননগরে বিজিবির পৃথক অভিযানে মদ ও ফেনসিডিল উদ্ধার : একজন আটক

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বেনীপুর ও মাধবখালী বিওপির বিজিবি সদস্যরা পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা আকুন্দবাড়িয়ায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিলসহ মাদককারবারী বেল্লাল হোসেনকে (৩৫) আটক করেছে। গত বৃহস্পতিবার বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দার দেয়া তথ্যের ভিত্তিতে বেনীপুর বিওপির সুবেদার আমজাদ হোসেন মোল্লার নেতৃত্বে বিজিবির একটি টিম গত বৃহস্পতিবার বিকেলে সীমান্তের নবদূর্গাপুর মাঠের একটি পানবরজে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। একইদিন সন্ধ্যায় মাধবখালী বিওপির নায়েক আসাদুজ্জামানের নেতৃত্বে ৪ সদস্যের বিজিবির একটি টিম মাধবখালী সীমান্তের মাঠে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৭৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়াও উথলী বিশেষ ক্যাম্পের নায়েক শাহেদ আলীর নেতৃত্বে ৩ সদস্যের বিজিবির একটি টিম বুধবার রাত সাড়ে ১১টার দিকে আকুন্দবাড়িয়া মাঝপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বারেক হোসেনের বাঁশবাগান হতে ৩৬ বোতল ফেনসিডিলসহ মৃত শাহজাহানের ছেলে বেল্লাল হোসেনকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী বেল্লালকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক নজরুল ইসলাম খান এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে উপরোক্ত মাদকদ্রব্যসহ একজন মাদককারবারীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Comments (0)
Add Comment