জীবননগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, দেওয়া হলো গার্ড অব অনার”

জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগর বাঁকা ইউনিয়নের প্রতাপপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহমানকে (৭৮) শনিবার ৬ আগষ্ট বেলা ১১ টায় স্হানীয় কবরস্হানে দাফন করা হয়েছে। দাফন পূর্বে এ বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অর অনার’ মর্যাদায় বিদায় অভিবাদন জানানো হয়। জীবননগর থানা পুলিশের একটি চৌকস দল এ গার্ড অব অনার প্রদানে অংশ নেন। অভিবাদন গ্রহণ করেন উপজেলার সহকারী ভূমি কমিশনার জনাব সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা,জীবননগর থানা অফিসার ইনচার্জ মো: মামুন হোসেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক কন্যা সন্তান, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সকলেই তার জন্য মাগফেরাত ও জান্নাতের উচ্চ মাকাম জানাতুল ফেরদাউস এবং শোকসন্তপ্ত পরিবারের শোক ও ধৈর্য ধারণে আল্লাহর দরবারে রহমত কামনা করেন। গতকাল শুক্রবার রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকজনিত কারণে সন্ধ্যা ৬:৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের এ জানাজায় জীবননগরের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মো: গোলাম মোর্তুজা,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,কৃষি অফিসের কর্মকর্তারা সহ সাংবাদিক,স্হানীয় ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজনসহ অনেকেই শরিক হন।