জীবননগরে ভিজিএফের চাল পেলো ৩ হাজার ৮১জন

জীবননগর ব্যুরো: পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে জীবননগর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩ হাজার ৮১জন দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
ভিজিএফের চাল বিতরণ উদ্বোধনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মকবুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, যুব উন্নয়ন অফিসার নিপেন্দ্র নাথ, পৌরসভার সহকারী প্রকৌশলী আবুল কাশেম, হিসাব রক্ষক আবুল কালাম আজাদ, ট্যাগ অফিসার হাফিজুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভিজিএফ কর্মসূচি আওতায় জীবননগর পৌরসভায় ৩০ টন ৮১০ কেজি চাল বরাদ্দ পাওয়া যায়। এ চাল ১০ কেজি হারে ৩ হাজার ৮১টি কার্ডের বিপরীতে বিতরণের সিদ্ধান্ত হয়।