জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

জীবননগর ব্যুরো: জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ৩টি প্রতিষ্ঠান নাসিম ওয়েল মিল, জাহাঙ্গীর ষ্টোর ও ভাই ভাই ফিড ভান্ডরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকালে শহরের দত্তনগর সড়কে অবস্থিত ভাই ভাই ফিড ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫০ ও ৫১ ধারায় ২ হাজার টাকা, জাহাঙ্গীর ষ্টোরকে ৩৭ ধারায় ৩ হাজার টাকা ও নাসিম ওয়েল মিলকে অস্বাস্থ্যকর পরিবেশে তেল, চানাচুর ও মুড়ি ইত্যাদি উৎপাদন করার অভিযোগে ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আনিছুর রহমানসহ থানা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে বলে জানা যায়।

Comments (0)
Add Comment