জীবননগর ব্যুরো: জীবননগর বিশেষ ক্যাম্পের বিজিবি ও রাজাপুর বিওপির বিজিবি সদস্যরা পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার রাতে পৃথক এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৬কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে রাজাপুর বিওপির নায়েব সুবেদার ভুঁইয়া ইকবাল হোসেন সঙ্গীয় বিজিবি সদস্যদের নিয়ে রাজাপুর গ্রামের হাসান আলীর আম বাগানে মাদক বিরোধী অফিযান পরিচালনা করেন। অভিযান কালে আসামিবিহীন অবস্থায় ৫কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এদিন বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে জীবননগর বিশেষ ক্যাম্পের হাবিলদার খলিলুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টিম কালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি রেইট্রি চটকা গাছের নিচে তল্লাসী অভিযান পরিচালনা করেন। এসময় আসামিবিহীন অবস্থায় কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে সহকারী পরিচালক সাইফুল ইসলাম ৬কেজি ভারতীয় গাঁজা উদ্ধারের সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।