জীবননগর কাটাপোলে পুকুর খননের নামে ইটভাটায় মাটি বিক্রি : ভ্রাম্যমাণ আদালতে ৭০ হাজার টাকা জরিমানা

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার কাটাপোলে অবৈধভাবে পুকুর খননের নামে মাটি ভাটায় বিক্রির দায়ে উত্তোলনকারীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টের অভিযানকালে মাটি বিক্রির মূলহোতা পালিয়ে যায় বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও এসএম মুনিম লিংকন এ জরিমানার আদেশ প্রদান করেন।
সুত্রে জানা গেছে, জীবননগর উপজেলা কাটাপোল আড়োয়াল খালে মৃত মতিয়ার রহমানের ছেলে মজিবুর রহমান ওরফে মন্টু মাস্টার পুকুর খননের নামে মাটি উত্তোলন করে ইটের ভাটাই বিক্রি করছেন। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনাকালে মাটি উত্তোলনকারীরা পালিয়ে যায়। এ সময় মাটি কাটা ভেকু ও মাটি টানা দুটি ট্রাক্টর চালকসহ আটক করা হয়। পরবর্তীতে ৭০ হাজার টাকা জরিমানার আদেশ দেয় মোবাইল কোর্ট। জীবননগর থানা পুলিশের একটি টিম এসময় মোবাইলকোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করে বলে জানা যায়।

 

Comments (0)
Add Comment