জীবননগর রায়পুরে মোবাইল কোর্টের অভিযানে সার ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার রায়পুর বাজার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা কৃষি অফিসের সহযোগিতা ইউএনও আরিফুল ইসলাম রাসেল মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে বশির আহমেদকে (৩৭) ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সূত্রে জানা যায়, গতকাল দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট রায়পুর বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানকালে অতিরিক্ত দামে সার বিক্রি ও লাইসেন্সবিহীন অতিরিক্ত সার মজুদ রাখার দায়ে কৃষ্ণপুর গ্রামের মজিবার রহমানের ছেলে সার ব্যবসায়ী বশিরকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬- এর ১৭ (৩) ধারায় দোসী সাব্যস্ত করে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, জীবননগর থানা ও রায়পুর ফাঁড়ি পুলিশ এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করে বলে জানা যায়।

Comments (0)
Add Comment