জীবননগর শাহাপুর হাট নিয়ে চক্রান্তের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়নের শাহাপুর সাপ্তাহিক হাট বন্ধ ও বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত চক্রান্তকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে শাহাপুর ইজারাদার মালিক কার্যালয়ে হাট মালিক, শাহাপুর বাজার কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে শাহাপুর হাট ইজারাদার আব্দুল কাদের লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে ইজারাদার আব্দুল কাদের ও শাহাপুর বাজার কমিটির নেতৃবৃন্দ যৌথভাবে তাদের লিখিত বক্তব্যে বলেন, গত বছর ২২ হাজার টাকা ইজারা মূল্য থেকে বৃদ্ধি পেয়ে ৩০ হাজার টাকায় শাহাপুর হাট ইজারা দেয় কর্তপক্ষ। এ বছর একাধিক দরদাতার মধ্যে প্রায় ২ লাখ টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে হাট ইজারা পান শাহাপুরের জাহাঙ্গীর হোসেনের ছেলে হাট ব্যবসায়ী আব্দুল কাদের। অন্যরা হাট নিতে ব্যর্থ হয়ে শাহাপুর হাট বিভক্ত করে পার্শ¦বর্তী নিধিকুন্ড মৌজায় স্থানান্তর, হাট মালিক কর্তৃপক্ষকে ভয়ভীতি প্রদর্শণ ব্যবসায়ীদের খাজনা প্রদানে নিরুৎসাহিত করাসহ প্রাচীনতম শাহাপুর হাট বন্ধের চক্রান্ত করে চলেছে। এ অবস্থায় কুচক্রী ওই মহলের হাত থেকে শাহাপুর হাট রক্ষা করাসহ সৃষ্ট সমস্যা সমাধান করে প্রাচীন ঐতিহ্য বজায় রাখার জোর দাবি জানিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করা হয়েছে।

Comments (0)
Add Comment