জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ সময় বিজিবির হাতে আরও ৮ জন আটক

জীবননগর ব্যুরো: জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আরও ৮জন আটক হয়েছে। আটককৃতদের মধ্যে তিনজন নারীসহ ৫ জন পুরুষ রয়েছেন। রোববার রাত ৮টায় বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে। আটককৃতরা হলো নড়াইল জেলার কালিয়া থানার নোয়াগ্রামের মৃত গনী শেখের ছেলে মহিদ শেখ (৫৫), একই গ্রামের নজরুল মোল্লার ছেলে জিনায়েদ শেখ (২২), তার স্ত্রী মিম (২০), একই গ্রামের রাজা মিয়ার ছেলে মিনহাজুল ইসলাম (২০), অহিদ মোল্লার ছেলে অভি মোল্লা (২০), একই থানার সুক্তোক গ্রামের লতিফ ফরাজির ছেলে কামরুল ফারাজি (২৪), জসিম শেখের স্ত্রী শিউলি শেখ (৩০) এবং নান্নু শেখের স্ত্রী মনিরা বেগম (৩০)। গতকাল সোমবার বেলা ১১ টায় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির সদস্যরা রোববার রাত ৮টায় জীবননগর সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর পৌর শহরের ইসলামী ব্যাংকের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ওই ৮ বাংলাদেশিকে আটক করে। আটককৃত তিন নারীসহ ৮জন বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাচ্ছিলো। এনিয়ে বিজিবি সদস্যরা রোববার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত পৃথক দুদফা অভিযান চালিয়ে শিশু ও নারীসহ মোট ১৬ জনকে আটক করলো। আটককৃতদেরকে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় জীবননগর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

Comments (0)
Add Comment