হাসাদাহ প্রতিনিধিঃজীবননগর উপজেলা হাসাদাহ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, শাখার উদ্যােগে হাসাদাহ মডেল কামিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষা ২০২৫ এর ফলাফল মেধাতালিকা অনুযায়ী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২ টারদিকে হাসাদাহ মডেল কামিল মাদ্রাসার ক্লাস রুমে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রিন্সপাল আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইসলামী ব্যাংক জীবননগর শাখার ম্যানেজার খন্দকার মোঃ আবু জাফর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক হাসাদাহ শাখার স্বত্বাধিকারী এসএম মাহবুবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুস সালাম, আরবি প্রভাষক জামাল, ইংরেজি শিক্ষক জলিল উদ্দীন, বিএসসি শিক্ষক আব্দুল আওয়াল, শিক্ষক শহিদুল ইসলাম, সাংবাদিক আল আমিন, জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আরবি প্রভাষক মাহমুদউল্লাহ ।