স্টাফ রিপোর্টার: জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে চুয়াডাঙ্গা মহিলা জামায়াতের দোয়া ও আলোচনা সভায় মহিলা জামায়াতের জেলা সেক্রেটারী ফাহিমা খানম বলেছেন, শহীদরা আমাদের শ্রেষ্ঠ সম্পদ। গতকাল শনিবার জামায়াতের মহিলা বিভাগের আয়োজনে জুলাই বিপ্লবের অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়ার মাহফিল উপরোক্ত কথা বলেন। মহিলা বিভাগীয় সহকারী সেক্রেটারি নাসরিন খানম মিমির পরিচালনায় বিশেষ অতিথি শাহানা হাবিব, কেন্দ্রীয় সূরা সদস্য হাফিজা খাতুন,সহ জেলা কর্ম পরিষদ বৃন্দ উপস্থিত ছিলেন। ফাহিমা খানম আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বলতেন আমি স্বজন হারায়েছি, তিনি তো সন্তান হারাননি। সন্তান হারালে বুঝতে পারতেন সন্তান হারানো কত বেদনার। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি সুলতানা রাজিয়া, সদর থানা সেক্রেটারি ময়না খাতুন, আলমডাঙ্গা উপজেলা থানা সেক্রেটারি ইভানালাইজু ডলি, পৌর সেক্রেটারি সেলিনা শারমিন,দামুড়হুদা থানার সেক্রেটারি শামসুন্নাহার ও দর্শনা সেক্রেটারি রাশিদুন্নাহার ববিতা প্রমুখ। অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবের অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়।