জুয়া খেলার সরঞ্জামাদি ও টাকাসহ ৪ জুয়াড়ি আটক 

জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ শহরের দৌলগঞ্জে জুয়ার আসরে অভিযান পরিচালনা করেছে। রোববার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় আলী কসাই নামে অপর এক জুয়াড়ি পালিয়ে যান। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গতকাল চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

জীবননগর থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর নাসিম জানান, শহরের দৌলগঞ্জে নিয়মিত জুয়ার আসর বসে গোপন এ খবর পান জীবননগর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। সংবাদের ভিত্তিতে তিনি থানার পুলিশ অফিসারদের অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। নির্দেশ পেয়ে এসঅআই আনিছুর রহমান, এএসআই হুমায়ন, এএসআই আব্দুস সালাম ও এএসআই হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলগঞ্জের চিহ্নিত ওই জুয়ার আসরে অভিযান পরিচালনা করেন। এসময় জুয়ার বোর্ড থেকে প্লেইং কার্ড ও ৮ হাজার ৮৭৫ টাকাসহ ৪ জুয়াড়িকে আটক করেন। আটককৃত জুয়াড়িরা হচ্ছে- লক্ষ্মীপুরের মৃত মনোয়ার আলীর ছেলে তুজাম (৫০), মৃত আব্দুল জলিলের ছেলে শরীফ (৩৮), মন্টু মিয়ার ছেলে আব্দুল কাদের (২৬) ও শাখাওয়াত হোসেনের ছেলে উজ্জ্বল (৩৫)। এ সময় জুয়ার বোর্ড হতে জুয়াড়ি আলী কসাই পালিয়ে যান। এ ব্যাপারে জীবননগর থানায় গত রোববার রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments (0)
Add Comment