ঝিনাইদহের শৈলকুপায় জোড়া খুনের শান্তি সমাবেশে পুলিশ সুপার

অপরাধী যেই হোক না কেন মাজায় দড়ি বেঁধে থানায় নেয়া হবে, নিশ্চিত করা হবে শাস্তি
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শৈলকুপার ধুলিয়াপাড়া গ্রামে জোড়া খুনের পরের দিন জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান (পিপিএম) এর উদ্যোগে বিশেষ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ধুলিয়াপাড়া শচীচরণ প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম, ওসি ডিবি আনোয়ার হোসেন, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান, ওসি তদন্ত মহসিন হোসেন, কচুয়া তদন্ত কেন্দ্র ওসি পিয়ার আলী, ৫নং কাঁচেরকোল ইউপি চেয়ারম্যান এ্যাড. সালাউদ্দিন জোয়ার্দার মামুন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, ঝিনাইদহ জেলায় ২০ মাস চাকরিকালীন সময় বড় ধরনের কোনো অপরাধ সংঘটিত হয়নি। কিন্তু গত দুই সপ্তাহে এ উপজেলায় ৪টি মার্ডার সংঘটিত হয়েছে। মার্ডার পরবর্তী এ এলাকায় লুটের রেওয়াজ আছে। যেকোনো মূল্যে এ লুটপাট পুলিশ ঠেকাবে। যদি কেউ কোনো বেআইনি কর্মকা- করে তাহলে কাউকেই ছাড় দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আরও বলেন, অপরাধকারী যেকোনো দল বা যেকোনো মতের হোক না কেন। তার মাজায় দড়ি বেঁধে গরুর মতো থানায় নেয়া হবে। পবিত্র রমজান মাসে করোনা মহামারীতে সবাই যখন আতংকিত তখন কতিপয় সন্ত্রাসি এলাকায় মানুষ হত্যা করে রক্তের হোলী খেলবে আর পুলিশ ঘরে বসে আঙুল চুষবে সেটা যেন কেউ না ভাবে। হত্যার সাথে যে বা যারা জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। যারা এ এলাকায় আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাবে তাদেরকে এমন অবস্থা করা হবে যেন সারাজীবন পুলিশের কথা মনে থাকে। আর অন্যায় করার কথা যেন স্বপ্নেও কল্পনা করতে না পারে। আইনের হাত অনেক লম্বা।

Comments (0)
Add Comment