ঝিনাইদহে করোনায় একজন ও উপসর্গে আরও দুজনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে করোনায় একজন ও উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মৃতদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজন ও শৈলকূপা উপজেলার আউশিয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৬ নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ৭৯ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৪৯ জন করোনা পজিটিভ ও বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৯০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮১ জন।
এদিকে ঝিনাইদহে লকডাউনের পঞ্চম দিন চলছে। শহরে লকডাউন কড়াকড়ি থাকলেও গ্রামে এর প্রভাব নেই। চলছে ইজিবাইক-ভ্যান-রিকশা। স্বাস্থ্যবিধি না মেনে মানুষ বাড়ি থেকে বের হয়ে ঘোরাফেরা করছে।

Comments (0)
Add Comment