ঝিনাইদহে চিকিৎসক-সেবিকাসহ আরও ৪ জনের করোনা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে চিকিৎসক-সেবিকাসহ আরও চার জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৩২ জন। বুধবার সকালে জেলা সিভিল সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করে। নতুন শনাক্তরা হলেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সেবিকা এবং বাকি দুই জন নারায়ণগঞ্জ ফেরত। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ও মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সকালে ১৫টি নমুনার ফলাফল আসে। এরমধ্যে চিকিৎসক ও সেবিকাসহ নতুন চার জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। আর পুরাতনদের মধ্যে দুই জনের দেহে দ্বিতীয়বারের পরীক্ষায়ও করোনা পজেটিভ এসেছে।
তিনি আরও জানান, জেলার প্রথম করোনা রোগীকে বর্তমানে শিশু হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা এখন ভালো রয়েছে।

Comments (0)
Add Comment