ঝিনাইদহে ৮ জনের মৃত্যু : আক্রান্ত আরও ১১৩

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। কালীগঞ্জ ও কোটচাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এছাড়াও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে ৪ ও মহেশপুরে ২ জন মারা গেছেন। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, রোববার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ২৯২ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ১১৩ জন করোনা পজিটিভ। আক্রান্তদের মধ্যে সদরে রয়েছেন ৪২ জন, শৈলকুপায় ১১ জন, হরিণাকু-ুতে ৯ জন, কালীগঞ্জে ২৮ জন, কোটচাঁদপুরে ১৫ জন ও মহেশপুরে রয়েছেন ৮ জন।
এ নিয়ে করোনার আক্রান্তের হার ৩৮ দশমিক ৬৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৭০৪ জনে। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ১১৯ জন। প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন। রোগীদের বাড়তি চাপ সামাল দিতে চিকিৎসক ও নার্সরা হিমশিম খাচ্ছেন।

Comments (0)
Add Comment