ঝিনাইদহ কোভিড হাসপাতালে প্রথম ১ জনের মৃত্যু

ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে (শিশু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় প্রথম একজনের মৃত্যু হয়েছে। তিনি জেলা শহরের চানপাড়া গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে মো. ওয়াজিউল্লাহ (৫৮)। সোনালী ব্যাংকের গাড়াগঞ্জ শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন তিনি।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মারা যান ওয়াজিউল্লাহ। এর আগে দুপুর ১২টার দিকে নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। বেলা ২টার দিকে হাসপাতালে ভর্তি হন তিনি। ইসলামী ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক আবদুল হামিদ এ খবর নিশ্চিত করে জানিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশন গঠিত দাফন কমিটির সদস্যরা মৃত ব্যক্তির জানাজা ও দাফন কাজ সম্পন্ন করেছেন। এ নিয়ে ২৫টি লাশ দাফন সম্পন্ন করছেন দাফন কমিটির সদস্যরা।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে ২৫ জন করোনা শনাক্ত হয়েছেন। সর্ব মোট জেলায় আক্রান্তের সংখ্যা ৫৬০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ এবং সুস্থ হয়েছেন ১৯২ জন। বর্তমানে কোভিড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৫ জন।

Comments (0)
Add Comment