ট্রেন থেকে ১৪ লাখ টাকার ভারতীয় হেরোইন উদ্ধার

দর্শনা হল্টস্টেশনে বিজিবির মাদকবিরোধী অভিযান

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী দর্শনা রেল স্টেশনে ট্রেনের বগি থেকে ৭০০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন। গতকাল রোববার দুপুর ২টার দিকে চাপাইনবাবগঞ্জ থেকে খুলনা অভিমুখী ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস থেকে এ হেরোইন উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন চাপাইনবাবগঞ্জ থেকে খুলনা অভিমুখে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেসে ভারতীয় হেরোইন পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে দর্শনা বিওপি কমান্ডার সুবেদার নওশের আলী ফোর্স নিয়ে পিলার ৭৭/২-এস হতে আনুমানিক সাড়ে তিন কিলোমিটার বাংলাদেশের ভেতরে দর্শনা রেলস্টেশনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে বিজিবির টহল দল চাপাইনবাবগঞ্জ থেকে খুলনা অভিমুখে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেসে বগির ভেতর ক্যারিয়ারের ওপর পলিথিনের একটি ব্যাগ দেখতে পান। টহলদল ব্যাগের মালিকানা না পাওয়ায় পলিথিনের ব্যাগটি জব্দ করে। জব্দ করা পলিথিনের ব্যাগটি খুললে ব্যাগের ভেতর ৩টি পলিথিনের ছোট প্যাকেট থেকে ৭০০ গ্রাম ভারতীয়  হেরোইন উদ্ধার করতে সক্ষম হন। যার আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা। তিনি আরও বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Comments (0)
Add Comment