আলমডাঙ্গা ব্যুরো: ঢাকায় কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে আলমডাঙ্গার সবুজ আলী নামের যুবক নিহত হয়েছেন। টাইলসের কাজ সেরে গত রবিববার রাতে ছাদে দাঁড়িয়ে থাকাবস্থায় নীচে পড়ে যায় সবুজ। তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষনা করেন। তবে সবুজের পরিবারের দাবী তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সবুজ আলী (২০) আলমডাঙ্গা পৌর এলাকার নওদাবন্ডবিল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। গ্রাম সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার নওদা বন্ডবিল গ্রামের সবুজ আলী ঈদুল ফিতরের ১৫ দিন পর কাজের সন্ধানে ঢাকায় যায়। সেখানে পর্যায়ে সে টাইলস মিস্ত্রির জোগালের কাজ শুরু করে। ২৫ মে রবিবার রাতে বসুন্ধরা এলাকার একটি বিল্ডিংয়ের তিনতলায় কাজ করছিল। রাত ১০ টায় দিকে কাজ শেষে মোবাইলে কথা বলার সময় সে নীচে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। তাকে তার সঙ্গীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে তার সহযোগিদের কাছ থেকে সবুজের মারা যাওয়া সংবাদ জানতে পারেন পরিবারের লোকজন। সবুজের স্বজনদের দাবী মোবাইলে কথা বলার সময় কেউ তাকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দেবার কারণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি প্রশাসনের মাধ্যমে তদন্ত করে দেখার দাবী জানিয়েছে পরিবারটি। সবুজের এই অকাল মৃত্যুতে তার মা-বাবারসহ স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে। গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। এদিকে ঢাকায় লাশের ময়না তদন্ত শেষে রাতে নওদা বন্ডবিল গ্রামের আনা হবে বলে পারিবারিক সুত্রে জানানো হয়েছে।