মহেশপুর প্রতিনিধি:তারেক জিয়ার ১৮ তম কারামুক্তি দিবস উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।
আজমপুর ২নং ওয়াডের বিএনপির সভাপতি দোলাল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাসাসের সাবেক কেন্দ্র সাধারণ সম্পাদক মনির খান। তিনি বলেন আমার নেতা তারেক জিয়া কাজ করার জন্য বলেছেন আমি মাঠে শেষ দিন পর্যন্ত আপনাদের সাথে থেকে কাজ করে যাবো। তিনি আরো বলেন আমাদেরকে ঐক্য বদ্ধ থেকে মহেশপুর-কোটচাঁদপুর থেকে বিএনপির এই আসন উদ্ধার করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবুল কাসেম সরদার, সাবেক উপজেলা বিএনপির সাঃ সম্পাদক মোঃ মহিউদ্দিন, আজমপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নুরুল ইসলাম, উপজেলা মৎস্য জীবি দলের নেতা মোঃ মুসা মন্ডল, কোটচাঁদপুর ছাত্র দলের আহ্বায়ক মোঃ নাসিরুদ্দিন লিওন প্রমুখ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারী পুরুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ কবীর হোসেন।