দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে

চুয়াডাঙ্গায় দিনব্যাপী সেমিনারে ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আব্দুস সালাম

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলায় তার লক্ষ্য। বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য দক্ষ জনগোষ্ঠীর বিকল্প নেই। আগামীতে যে দিন আসছে তা অত্যান্ত চ্যালেঞ্জপূর্ণ। দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা না গেলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছুতে পারবো না। বহুমুখী মানব কল্যাণ সংস্থার জেলা অফিসের কর্মকর্তাদের ফাউন্ডেশন ট্রেনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সালাম। গতকাল শুক্রবার সকালে চুয়াডাঙ্গা বহুমুখী মানব কল্যাণ সংস্থার একাডেমি মোড় কার্যালয়ে দিনব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং অনুষ্ঠিত হয়। ট্রেনিংয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মাগুরা জেলার কর্মকর্তারা অংশ নেয়। অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান প্রধান অতিথি ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আব্দুস সালাম আরো বলেন আমাদেরকে হাতে কলমে শিক্ষা নিতে হবে। তা না হলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। বহুমুখী মানব কল্যাণ সংস্থার নির্বাহী চেয়ারম্যান সাংবাদিক আহমেদ পিপুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সমাজসেবার উপ-পরিচালক সিদ্দিকী সোহেলী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আবু তালেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা ইসলাম, শিশু পরিবারের তত্ত্বাবধায়ক রোমানা জামান, বহুমুখী মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক বিপুল আশরাফ প্রমুখ। এর আগে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীদের কিভাবে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করবেন সেই বিষয়ে ধারণা দেয়া হয়। এ কর্মসূচির আওতায় মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলায় ড্রাইভিং কাম অটো মেকানিকস এবং কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স চালু হয়েছে। অনুষ্ঠান শেষে বহুমুখী মানব কল্যাণ সংস্থার ৭ সদস্যের চুয়াডাঙ্গায় জেলা কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি মনোনীত হলেন অধ্যাপক সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মাহফুজুর রহমান মনজু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মালিক খোকন, কোষাধ্যক্ষ আব্দুস সালাম। সদস্যরা হলেন রফিকুর রহমান ও পারভীন লায়লা মালিক।

Comments (0)
Add Comment