দর্শনায় ট্রেনের ধাক্কায় কেরুজ চিনিকলের সিআইসি সুলতান মারাত্মক জখম

দর্শনা অফিস: যাত্রীবাহি ট্রেনের ধাক্কায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কেরুজ চিনিকলের সিআইসি সুলতান আহমেদ। গতকাল বৃহস্পতিবার রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহি ট্রেন সাগরদাড়িতে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া সদর উপজেলার জগতি ঢাকা মিনাপাড়ার মাহতাব উদ্দিনের ছেলে সুলতান আহমেদ কেরুজ চিনিকলের ইক্ষু সংগ্রহ বিভাগের সিআইসি পদে কর্মকর্ত রয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সুলতান আহমেদ ছোট দুধপাতিলা থেকে প্রয়োজনীয় কাজ সেরে মোটরসাইকেলযোগে ফিরছিলেন কেরুজ চিনিকলের উদ্দেশ্যে। এ সময় তিনি দর্শনা আনোয়ারপুর অরক্ষিত রেলগেটে যাত্রীবাহি ট্রেন সাগরদাড়ি এক্সপ্রেসে ধাক্কা লেগে ছিটকে পড়েন। তার ব্যবহৃত মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়। গুরুত্বর জখম অবস্থায় সুলতান আহমেদকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করিয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে রেফার্ড করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তবে সুলতানের অবস্থা এখনো আশঙ্কাজনক বলেও জানা গেছে। এ ঘটনায় দর্শনা হল্টস্টেশন জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই রফিক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায় হয়তো আহত ব্যক্তির জরুরি কোন কাজ ছিলো। যে কারণে তিনি তাড়াহুড়ো করেই রেলগেট অতিক্রম করছিলেন। খেয়াল করেননি ট্রেন।