দর্শনা অফিস: দর্শনায় দুদিনব্যাপী সাধুবাউল মিলন মেলা ও লোক সাংস্কৃতি অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। গতকাল রোববার বিকেলে লোকজঘরানার খেলাধুলা, সন্ধ্যায় লোকজ নৃত্য ও রাতে শরিয়ত মারিফত পালা গানের মধ্য দিয়ে সমাপনি হয়েছে। মুক্তা সরকার ও জেনারুল সরকার পালাগানের তুমুল লড়ায়ে দর্শকরা মেতে উঠেন উল্লাসে। শনিবার জেলার একমাত্র লোকজ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দর্শনার আকন্দবাড়ীয়া নতুনপাড়ায় স্থানীয় বাউল পরিষদ চত্বরের আম্রকাননে রাত ৮টার দিকে দুদিনব্যাপী সাধুবাউল সংঘের শুভ উদ্বোধন করা হয়। দর্শনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনীয় সভায় প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলি। শুভেচ্ছা বক্তব্য দেন লোকজ সাংস্কৃতিক সংগঠন বাউল, পরিষদের সভাপতি, বিটিভির লোকসংগীত শিল্পী মনিরুজ্জামান ধীরু বাউল। অন্যান্যের মধ্যে ছিলেন, প্রবীণ সাধু আনসার আলি, বিএনপি নেতা আলাউদ্দিন। আহম্মদ আলি, নজরুল সংগীত ও লালন সাঁইজির গান পরিবেশন করেন ধীরু বাউল, শান্ত আহম্মেদসহ স্থানীয় শিল্পীরা।