দর্শনায় ভারতীয় মালামালসহ দুই চোরাকারবারী গ্রেফতার

দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ চোরাচালান বিরোধী সফল অভিযান চালিয়েছে। দর্শনা বাসস্ট্যান্ডের হিমেল আবাসিক হোটেলে এ অভিযান চালিয়ে উদ্ধার করেছে ভারতীয় শাড়ী-কাপড়, থ্রিপিচ ও গেঞ্জি। গ্রেফতার করেছে অভিযুক্ত দুই চোরাকারবারীকে। থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীরের নির্দেশে ইন্সপেক্টর (তদন্ত) আমানুল্লাহ আমানের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই আহম্মদ আলী বিশ্বাস ও শামীম হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দর্শনা বাসস্ট্যান্ডের হিমেল আবাসিক হোটেলে। পুলিশ হোটেলের একটি কক্ষ তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে ৮২ পিস ভারতীয় শাড়ী, ২৪৪ পিস থ্রিপিস, ২৪ পিস গেঞ্জি। এ ঘটনায় হোটেল থেকেই পুলিশ গ্রেফতার করেছে চট্টগ্রামের সাতকানিয়া থানা এলাকার ধর্মপুর গ্রামের সাহেব মিয়ার ছেলে আব্দুল শুক্কুর (৩৫) ও ঝালকাঠি সদর উপজেলার শাহ বাঙ্গাল গ্রামের আ. লতিফের ছেলে নাঈম ইসলামকে (৩৪)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উদ্ধারকৃত ভারতীয় মালামালের আনুমানিক বাজার ম‚ল্য ৭ লাখ টাকা। এ ঘটনায় এসআই শামীম হাসান বাদী হয়ে গতকালই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।

Comments (0)
Add Comment