দর্শনায় ভেজাল ও নকল ওষুধ কারখানার সন্ধান

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে সন্ধান পাওয়া নকল ওষুধ কারখানা বন্ধ

 

দর্শনা অফিস: ডিএমপি গোয়েন্দা পুলিশের একটি দল দর্শনায় অভিযান চালিয়েছে। সন্ধান মিলেছে নকল ওষুধ কারখানার। বন্ধ করে দিয়েছে ওই কারখানা। গোয়েন্দা পুলিশের দল গতকাল বুধবার সকাল ৭ টার দিকে দর্শনা পৌরসভার পুরাতন ভবন ভাড়া নিয়ে গড়ে তোলা ওয়েস্ট ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক ফার্মাসিটিক্যালে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে নকল ওষুধ তৈরি করার সরঞ্জামসহ মেশিন আটক করেছে ঢাকা ডিএমপির ডিবি কোতোয়ালী পুলিশ। এ সময় পুলিশ নকল ও ভেজাল ওষুধ তৈরি করার মেশিন ও কিছু আয়ুর্বেদিক ওষুধ জব্দ করে। ঢাকা ডিএমপি ডিবি পুলিশের এডিসি সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা এখানে নকল ও ভেজাল ওষুধ তৈরি করার তথ্য পেয়েছি। ওই সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। নকল ওষুধ ও চোরাইকৃত মেশিন জব্দ করা হয়েছে। গত সোমবার ঢাকার একটি ওষুধ কারখানায় ভেজাল বিরোধী অভিযান চালায় ডিএমপির ডিবি পুলিশ। সেখান থেকে দর্শনা জয়নগর গ্রামের মৃত তফেল উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিনকে (৪৫) আটক করে। পরে তাকে ঢাকা থেকে দর্শনায় নিয়ে আসে পুলিশ। দর্শনায় নিয়ে এসে দর্শনা পৌরসভার ভাড়া করা একটি কক্ষে প্রায় ৫ ঘন্টা অভিযান চালিয়ে নকল ও ভেজাল ওষুধ তৈরি করার মেশিন জব্দ করে। এ অভিযান শেষে দর্শনা জয়নগর গ্রামের গিয়াস উদ্দিনকে আটক করে আবার ঢাকায় নিয়ে যায়। এ ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবির বলেন, ঢাকা থেকে ডিবির একটি দল এসেছে ভেজাল ও নকল ওষুধ কারাখানার সন্ধানে। এসে নকল ও ভেজাল ওষুধ তৈরি করার মালামাল নিয়ে গেছে।

Comments (0)
Add Comment