দর্শনা আকন্দবাড়িয়ায় ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

দর্শনা অফিস/বেগমপুর প্রতিনিধি: দর্শনা আকন্দবাড়িয়ায় সেনাবাহিনী ও পুলিশ মাদক বিরোধী যৌথ অভিযান চালিয়েছে। গতকাল রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আকন্দবাড়িয়া গ্রামের সবকটি পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফেনসিডিলসহ আটক করা হয়েছে স্বামী-স্ত্রীকে। দায়ের করা হয়েছে মামলা। চুয়াডাঙ্গা সেনাবাহিনী ও দর্শনা থানা পুলিশের যৌথ অভিযানে আকন্দবাড়িয়া ফার্মপাড়ার আব্দুর রহমানের ছেলে মাহবুবুর রহমান জনি (৩৭) ও তার স্ত্রী আকলিমা বেগমকে (৩১) আটক করে যৌথবাহিনী। আটককৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১০ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন ও ফেনসিডিল বিকিকিনির ৩ হাজার ৫৮০ টাকা। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে গতকালই দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে।