দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর ক্লোজড নাকী বদলি ?

বিশেষ প্রতিবেদক: দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরকে ক্লোজড করা হয়েছে নাকী স্বাভাবিকভাবে করা হয়েছে বদলি ? এ নিয়ে সৃস্টি হয়েছে ধুমজাল। কে হচ্ছেন দর্শনা থানার নবাগত অফিসার ইনচার্জ তাও জানা যায়নি। বছর খানেক আগে দর্শনা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন ইন্সপেক্টর শহীদ তিতুমীর। যোগদানের শুরুতে ঠিকঠাক চললেও সম্প্রতি সময়ে দর্শনা থানা এলাকায় চরমভাবে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি দেখা দেয়। প্রায় প্রতিদিন ও রাতে চুরির ঘটনা কোনভাবে নিয়ন্ত্রন করতে পারেনি পুলিশ। তাছাড়া ঘটেছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। ফলে মাস কয়েক ধরে পুলিশি ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন। গতকাল বুধবার বিকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে ওসি শহীদ তিতুমীর। এ বিষয়ে জানার জন্য ওসি শহীদ তিতুমীরকে ফোনে পাওয়া যায়নি। জীবননগর-দামুড়হুদা সার্কেল এএসপি আনোয়ারুল কবীর জানান, যেহেতু দর্শনা থানায় তার বয়স বছর পেরিয়ে গেছে, সেহেতু স্বাভাবিকভাবেই বদলি করা হয়েছে ওসি শহীদ তিতুমীরকে। দর্শনা থানার নবাগত অফিসার ইনচার্জ হিসেবে কাকে পদায়ন করা হয়েছে সে ব্যাপারে নিশ্চিত বলতে পারেননি।