দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী পৃথক দুটি অভিযান চালিয়েছে। এ অভিযানে গ্রেফতার করা হয়েছে আবুয়া ও পরিকে। উদ্ধার করেছে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা। থানায় দায়ের করা হয়েছে পৃথক দুটি মামলা। গত পরশু সোমবার রাত সাড়ে ৯টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে এসআই মাসুদুর রহমান ও ইমরান হাসান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুরে। পুলিশ চন্ডিপুরের আরিফুল ইসলাম টুটুলের বসত ঘর তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে ৫শ’ গ্রাম গাঁজা ও গাঁজা বিকিকিনির ১০ হাজার ২শ’ টাকা। এ ঘটনায় টুটুলের স্ত্রী পরি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। এসআই ইমরান হাসান বাদী হয়ে ওই রাতেই পরির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। রাত ১১ টার দিকে এসআই মাসুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা মোবারকপাড়া রেল কলোনীর সুগন্ধা মাঠ সংলগ্ন সড়ক থেকে গ্রেফতার করেছে জামাল বিহারীর ছেলে আবুয়া বিহারীকে (৪৮)। পুলিশ জানিয়েছে, আবুয়ার দেহ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় এসআই মাসুদুর রহমান বাদী হয়ে ওই রাতেই আবুয়ার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।