দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে এসআই মাসুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় পাঠানপাড়ায়। পুলিশ ইসলাম বাজার-পাঠানপাড়া সড়কের সুগন্ধা মাঠ সংলগ্ন রাস্তা থেকে গ্রেফতার করেছে পাঠানপাড়ার আবুয়ার ছেলে রাব্বি (২৫) ও ঈশ্বরচন্দ্রপুর স্কুলপাড়ার আনারুলের ছেলে আব্দুর রাজ্জাককে (৩৫)। পুলিশের দেয়া তথ্যে জানানো হয়েছে গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫১পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় এসআই মাসুদুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।