সরকারি নির্দেশ না মানায় মুজিবনগরে ৫২ জনের জরিমানা

মুজিবনগর প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবরোধে সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খুলে রাখা ও মাস্ক ব্যবহার না করাসহ সামাজিক দূরত্ব বজায় না রাখায় মুজিবনগর উপজেলার বিভিন্নস্থানে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাগোয়ান, দারিয়াপুর ও মোনাখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি।

ভ্রাম্যমান আদালতসূত্রে জানা যায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবরোধে সরকারি নির্দেশ অমান্য করে বিকেল ৪টার পরে দোকানপাট খোলা রাখা, মুখে মাস্ক ব্যবহার না করে ঘুরে বেড়ানো ও সামাজিক দূরত্ব বজায় না রেখে একই স্থানে অনেকে জটলা করায় উপজেলার বল্লভপুর, কেদারগঞ্জ, দারিয়াপুর, মোনাখালীসহ বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় মোট ৫২ জনকে ১৩ হাজার একশ’ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার এসআই মর্শেদ প্রমুখ।

 

Comments (0)
Add Comment