দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গতকাল শুক্রবার (২১ নভেম্বর) বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকালীন উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে সমিতির কার্যালয়ে এ শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।

অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যক্ষ (অব.) আজিজুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বলেন, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে যেভাবে সহযোগিতা করেছেন,তাতে আমি কৃতজ্ঞ। বিজয়ী-পরাজিত সবাই মিলেই বাজারের সার্বিক উন্নয়নে কাজ করবেন,এটাই প্রত্যাশা। তিনি নবনির্বাচিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, বর্তমান কমিটি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে এবং দর্শনা রেলবাজারকে একটি মডেল রেলবাজার হিসেবে গড়ে তুলবে,এটাই আমাদের আশা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জাহিদুল ইসলাম, সদস্য মমিনুল ইসলাম ও মুকুল হোসেন উপস্থিত ছিলেন। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, আজিজুল ইসলাম, হানিফ মন্ডলসহ অন্যান্যরা। অনুষ্ঠানে দর্শনা রেলবাজারের দোকান মালিক ও ভোটাররা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

শপথের মাধ্যমে নবনির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করেন এবং বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা, বাণিজ্যিক পরিবেশ উন্নয়ন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।