দাবি আদায়ে সারাদেশের ন্যায় ২১ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতির ডাক

স্টাফ রিপোর্টার: পণ্যপরিবহন মালিক ও শ্রমিকদের ১৫ দফা দাবিতে সমর্থন জানিয়ে এ উপলক্ষে প্রস্তুতি সভা করেছে চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। সভায় বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের ডাকে সাড়া দিয়ে ৭২ ঘণ্টার কর্মবিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা বাদুরতলায় জেলা মালিক গ্রুপের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি হাবিবুর রহমান লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইফুল হোসেন জোয়ার্দ্দার টোকন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি হাজি আবুল কালাম, সহ-সভাপতি আতিয়ার রহমান হাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ আলমগীর কবির, হাজি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম মানিক পল্টু, সড়ক সম্পাদক শাহারিন হক মালিক, প্রচার সম্পাদক মিজানুর রহমান, দফতর সম্পাদক ওসমান আলী, চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্রাঙ্কলরী ইউনিয়নের সভাপতি মুনতাজ আলী, সহ-সভাপতি পিরু মিয়া ও চুয়াডাঙ্গা জেলা ট্রাক-ট্রাক্টর-ক্যাভার্ড ট্রাঙ্কলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যাতিত) শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, চুয়াডাঙ্গা জেলা ট্রাক-ট্রাক্টর-ক্যাভার্ড ট্রাঙ্কলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যাতিত) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ শেখ, সহসভাপতি আইনাল ও মেহের আলী। এ সময় বক্তারা বলেন, ১৫ দফা দাবি বাস্তাবায়ন করতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। সেজন্য সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও আগামী ২১ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ২৪ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। নায্য দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কর্মবিরতি পালন করার আহ্বানও জানান বক্তারা। এ সময় শ্রমিক ইউনিয়নের শাখা কার্যালয়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইউনুস আলী, ফারুক হোসেন, বাবলু, হাবলু, শাহিন, আরজান, হালিম, মুকুল ও সাত্তার প্রমুখ। সভা শেষে চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের পক্ষে সংগঠনের মৃত সদস্য সদর উপজেলার ভালাইপুর গ্রামের মৃত শুকুর আলী মেম্বার ও জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের নাজমুল ড্রাইভারের পরিবারের সদস্যদের হাতে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা তুলে দেয়া হয়।

Comments (0)
Add Comment