স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা জেলা পুলিশের নিয়মিত অভিযান কর্মসূচির অংশ হিসেবে সড়ক দুর্ঘটনা রোধ ও যানবাহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দামুড়হুদার বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। এসময় লাইসেন্স ও অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৪টি মামলা দায়ের করা হয় এবং ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মামলাগুলোর মধ্যে ৩টি মোটরসাইকেল এবং ১টি ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সার্কেল এএসপি আনোয়ারুল কবির, ট্রাফিক সার্জেন্ট রিয়াজুল ইসলাম, এসআই শিহাবসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
পুলিশ জানায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।