দামুড়হুদা উপজেলার মদনায় দুর্ধর্ষ চুরি ২ লাখ টাকার স্বর্ণের গহনা নগদ ৫০ হাজার টাকা সহ বেশ কিছু শাড়ি নিয়ে যায় চোরে

কুড়ুলগাছি প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মদনার বাজার পাড়ার আব্দুল মজিদের বাড়িতে ঘরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ সময় ২ লাখ টাকার স্বর্ণের গহনা, নগদ ৫০ হাজার টাকাসহ বেশ কিছু দামি শাড়ী কাপড় নিয়ে যায় চোরের দল।গতকাল রোববার দিবাগত রাতে কোন এক সময় এই চুরির ঘটনা ঘটেছে।

অভিযোগ সুত্রে জানাযায়, দামুড়হুদার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের মদনা বাজার পাড়ার আব্দুল মজিদ সপরিবারে গত শনিবার দর্শনায় মেয়ে জামাইয়ের বাড়িতে বেড়াতে যায়।

এই সুযোগে একটি সংঘবদ্ধ চোরের দল বাড়ির কার্নিশ বেয়ে বাড়ির ছাদের ওপর দিয়ে একটু ফাঁকা জায়গা দিয়ে গিয়ে দরজার তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতর দুটি কক্ষের তালা ভেঙ্গে দুটি আলমারী, ড্রেসিং টেবিলের ড্রয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে সব মিলিয়ে প্রায় ২ থেকে ৩ ভরি স্বর্ণের গহনা, নগদ ৫০ হাজার টাকাসহ বেশ কিছু ব্যবহৃত দামি শাড়ী কাপড় নিয়ে যায়।

এ বিষয়ে বাড়ির মালিক কেরু এন্ড কোম্পানি কর্মচারী আব্দুল মজিদ জানান, আমরা সপরিবারে দর্শনা মেয়ে জামাই বাড়ি বেড়াতে যায়। সকালে বাড়ি এসে দেখি ঘরের দরজার তালা ভেঙে চোরেরা তার রাখা স্বর্ণের গহনা নগদ টাকাসহ বেশ কিছু দামি শাড়ী কাপুড় ও মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শহিদ তিতুমীর জানান, চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির সাথে সংশ্লিষ্টদের আটক করতে দর্শনা থানা পুলিশ মাঠে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।