স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের নির্দিষ্ট সীমানা পাঁচিল ছাড়াও মেইন সড়কের কোল ঘেঁষে প্রায় ১৮/২০ ফিট সরকারি খাস জমি দখল করে তা ঘিরে পাঁচিল নির্মাণের জন্য খোঁড়াখুড়ি করছে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় কৃর্তপক্ষ। এতে করে গুরুত্বপূর্ণ এ সড়কটি সংকোচন হয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বলে মনে করছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাঁচিল নির্মাণ কাজ শুরু করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। স্থানীয় অনেকে নাম না প্রকাশের শর্তে বলেন, এখানে পাঁচিল নির্মাণ হলে রাস্তা ছোট হবে ফলে বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটবে। বিদ্যালয় কৃর্তপক্ষ কেন তাদের বিদ্যালয়ের জমি ছেড়ে সরকারি খাস জমি দখল করতে আসছে। এ বিষয়ে জানতে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আরা’র সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র’র সাথে কথা বললে তিনি বলেন, যদি সরকারি খাস জমি হয় তাহলে! কেন বিদ্যালয় কৃর্তপক্ষ তা ঘিরে নেবে। তিনি বিষয়টা দেখে ব্যবস্থা নেবার কথা জানান।