ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার ঠাকুরপুরে জিয়া আদর্শ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাজামালকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের বিএনপি, যুবদল ও কৃষকদলের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ ও সংবর্ধনা প্রদান করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, শাহাজামাল দলের জন্য অনেক কিছু করেছে। দীর্ঘ ৯ বছর প্রবাসে থেকেও সে আমাদের পাশে থেকেছে। অসহায় মানুষদের সহযোগিতা করেছে। এ সময় উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন যুবদলের নেতা রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন কৃষকদলের জয়েন্ট সেক্রেটারি সাইদুর, যুবদল নেতা রশিদ, শিহাব, সাবেক মেম্বার আজিজুল হক প্রমুখ।