দামুড়হুদার নতিপোতায় কালিয়াবকরী-নতিপোতা সুপারকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আরামডাঙ্গা একাদশকে ৪-১ গোলে হারিয়ে যাদুখালী জয়ী

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নতিপোতায় কালিয়াবকরী-নতিপোতা সুপারকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে কালিয়াবকরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি আব্দুস সাত্তার মাস্টার। প্রধান অতিথি ছিলেন নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন নতিপোতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবুল, নতিপোতা ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা বলেন, ফুটবল একটি ঐতিহ্যবাহী খেলা। মানুষ ব্যাপক উৎসাহ, উদ্দীপনা নিয়ে ফুটবল খেলা উপভোগ করে। বিগত বছরগুলোতে দেখা গেছে, যুবসমাজ ব্যাপক হারে মাদক ও মোবাইল গেমে আসক্ত হয়ে গেছে। সেই যুবসমাজকে আবারও খেলার মাঠমুখি করতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি নতিপোতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, যুব সমাজকে মাদকের আগ্রাসন থেকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প নেই। আগের দিনগুলোতে আমাদের এলাকার যুবসমাজ খেলার মাঠমুখি ছিল। খেলার প্রতি তারা আকৃষ্ট ছিল। কিন্তু পরে তারা মাদক ও মোবাইল গেমে আসক্ত হয়ে গেছে। খেলার মাঠে গবাদি পশু চরে বেড়াচ্ছে। সেই বিপথগামী যুবসমাজকে বাঁচাতে এই খেলার আয়োজন করা হয়েছে।
প্রথম দিনের খেলায় অংশ নেয় আরামডাঙ্গা ফুটবল একাদশ ও যাদুখালী ইয়াং স্টার ক্লাব একাদশ। এতে যাদুখালী ইয়াং স্টার ক্লাব ৪-১ গোলে আরামডাঙ্গা ফুটবল একাদশকে পরাজিত করে। খেলাটি উপভোগ করেন শত শত দর্শক। আগামীকাল শনিবার মুখোমুখি হবে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ও মেহেরপুরের কোমরপুর বিজয় নিশান ক্লাব। উল্লেখ্য, নক আউটভিত্তিক খেলায় অংশ নেবে মোট ১৬ টি দল।