দামুড়হুদার নতিপোতায় গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইউনিয়ন বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নতিপোতায় জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণজমায়েত ও বিজয় মিছিল উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে নতিপোতা ইউনিয়ন বিএনপি।
সোমবার বিকেলে ভগিরথপুর হাটে ওই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা।
প্রধান অতিথি ছিলেন নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান টুনু। বিশেষ অতিথি ছিলেন নতিপোতা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবুল ও সাংগঠনিক সম্পাদক শওকত আলী। নতিপোতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের সভাপতি আসাদুর রহমান মিঠু, বিএনপি নেতা আজহারুল হক, ৪ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রফিক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ৬ নং ওয়ার্ডের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ৭ নং ওয়ার্ডের সভাপতি শরিফ আলী, সাধারণ সম্পাদক বাবলুর রহমান, ৮ নং ওয়ার্ডের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহসভাপতি তরিকুল ইসলাম, বিএনপি নেতা নজরুল ইসলাম, নতিপোতা ইউনিয়ন যুবদল নেতা ইঞ্জিনিয়ার আকরাম হোসেন খান, জাহাঙ্গীর আলম অংকিল, পারভেজ আলী, সজিব আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সাগর আলী, যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম আলী, আলমগীর হোসেন, নতিপোতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিনুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক নাগিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত, ছাত্রদল নেতা নোমান হুসাইন, তাজওয়ার আহমেদ তাজ, সাবিদুল শেখ প্রমুখ।
৫ আগস্ট বিকেলে দামুড়হুদা উপজেলা বিএনপির কার্যালয়ে ও ৬ আগস্ট বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে গণজমায়েত ও বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। গণজমায়েত ও বিজয় মিছিলে বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীকে অংশ নেওয়ার জন্য সভায় আহ্বান জানানো হয়।