নাটুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের চন্দ্রবাস এলাকায় চলমান আষাঢ়ের টানা বৃষ্টিতে হাটবাজার হাটু পর্যন্ত জলমগ্ন হয়ে পড়েছে। বাজারের মূল জায়গা প্লাবিত হয়ে পড়ায় কাঁচামাল বিক্রির তাগিদে দোকানিরা বাধ্য হয়ে বসেছে মুজিবনগরগামী সড়কের পাশে। এতে করে ব্যস্ততম এই সড়কে যানবাহন চলাচল যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনই ঝুঁকির মধ্যেও কেনাকাটা করতে হচ্ছে সাধারণ মানুষকে। বৃষ্টি উপেক্ষা করেই হাটে আসছেন ক্রেতারা। সপ্তাহে শনি ও বুধবার এই দুইদিন বাজার বসার অনুমোদন দিয়েছেন হাট ইজারাদাররা। গতকাল শনিবার বিক্রেতা মিজানুর ও আতিয়ার রহমান বলেন,জায়গা না থাকায় রাস্তায় বসে বিক্রি করতে হচ্ছে। তবুও ক্ষতি মেনে নিতে হচ্ছে আমাদের। পেটের তাগিদে কাঁচামাল বিক্রির নেশায় শত কষ্ট সহ্য করতে হচ্ছে। স্থানীয় ক্রেতারা জানান,ভালো দিক হলো, কোথাও ছুটতে হচ্ছে না। চন্দ্রবাসেই সবকিছু পাওয়া যাচ্ছে। তবে সড়কে হাট বসায় আমরা ঝুঁকিতেই রয়েছি। সকালে হালকা বৃষ্টি, বিকালে টানা বর্ষণ এমন অনিয়মিত আবহাওয়ায় চন্দ্রবাস সহ আশেপাশের অন্যান্য হাটবাজারেও তৈরি হয়েছে অনাকাক্সিক্ষত ভোগান্তি। সংশ্লিষ্ট প্রশাসনের তদারকি ও বিকল্প ব্যবস্থার অভাবে পরিস্থিতি আরো দুর্বিষহ হয়ে উঠছে বলে মনে করছি।