দামুড়হুদার পুড়াপাড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতির ঘটনায় মামলা

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-দামুড়হুদা আঞ্চলিক মহাসড়কের পুড়াপাড়া নামক স্থানে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতির ঘটনায় পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে এজাহার দায়ের করা হয়েছে। গতকাল রোববার দামুড়হুদা মডেল থানার এসআই নবাব আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ১০/১২ জন লোকের নামে দামুড়হুদা মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিনগত রাতে আনুমানিক ৩টার দিকে চুয়াডাঙ্গা-দামুড়হুদা আঞ্চলিক সড়কের পুড়াপাড়া নামকস্থানে ১০/১২জন ডাকাত সড়কে গাছ ফেলে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির জন্য দাঁড়িয়ে থাকে। এ সময় থানার এসআই নবাব আলী, কিলো-২১ নাইট টহলের এ এস আই আল আমিন মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় সিএনজি গাড়ী যোগে কিলো-২৩ নাইট টহল ডিউটি দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশ পুলিশ বলে চিৎকার করে পালিয়ে যায়। এ ঘটনায় থানার এসআই নবাব আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। এস আই নবাব আলী বলেন, ওই দিনগত রাতে ওই সড়কে ১০/১২জন ডাকাত দল গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে দ্রুত ঘটনাস্থলে পৌছে তাদেরকে ধাওয়া দেয়া হয়। এসময় পুলিশের ভুমিকায় ডাকাত দল পালিয়ে যায়। তবে এ ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বা অভিযোগ ও নেই। পরে সড়কে ফেলে রাখা গাছটি উদ্ধার করে জব্দ করা হয়েছে এবং গতকাল রোববার এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপরাধীদেরকে চিহ্নিত করে অভিযান শুরু করা হবে।