দামুড়হুদার বিষ্ণুপুর-দলকালক্ষ্মীপুর সড়কে গাছ ফেলে লুটপাট

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার বিষ্ণুপুর-দলকালক্ষ্মীপুর সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে বিষ্ণুপুর-দলকালক্ষীপুর রাস্তার নিমতলা নামক স্থানে ওই ঘটনা ঘটে। এসময় বিভিন্ন পথচারীদের আটকে লক্ষাধিক টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ডাকাতির কবলে পড়া পথচারীরা বলেন, এশার নামাজের পর থেকে নিচতলার মাঠে রাস্তার পাশের একটি ইপিল ইপিল গাছ কেটে রাস্তার ওপর ঝুলিয়ে রেখে রাস্তা আটকে ডাকাতি শুরু করে মুখোশধারী ৩-৪ জন। পথচারীদের থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে সবার কাছ থেকে লক্ষাধিক টাকা লুট করে পালিয়ে যায় তারা। এ সময় ভগিরথপুর গ্রামের পল্লী পশু চিকিৎসক ছরোয়ারের কাছ থেকে ৪ হাজার, মৌসুমী ফুড এক্সিলেন্ট লক্ষ্মীপুরের সামসুলের ছেলে মফিজের কাছ থেকে ৪৭ হাজার, একই গ্রামের আনছার আলীর ছেলে স্বাস্থ্য সহকারী আলমগীরের কাছ থেকে ৪০ হাজার, বিষ্ণুপুর গ্রামের মাঝের পাড়ার ঝন্টুর ছেলে মেহেদীর কাছ থেকে ৭ হাজার, অজ্ঞাত এক ব্যক্তির থেকে ৩ হাজার ৭০০ টাকা লুট নেয় তারা। এছাড়া বিষ্ণুপুর গ্রামের ডুবরা পাড়ার আশাদুলের ছেলে পেঁপে ব্যবসায়ী মামুনের কাছ থেকে ৫১ হাজার টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এসময় ধারালো অস্ত্রের উল্টো দিক দিয়ে তাকে কোপ দেয় দুর্বৃত্তরা। বিষ্ণুপুর গ্রামের শেখপাড়ার আনছারের ছেলে ইজিবাইক চালক নিয়ামতের কাছে

Comments (0)
Add Comment