দামুড়হুদার সার ডিলারদের সাথে জরুরিসভায় ইউএনও দিলারা রহমান

সারের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা

দামুড়হুদা অফিস: দামুড়হুদায় সারের মূল্য নিয়ন্ত্রণে সার ডিলারদের সাথে জরুরিসভা করেছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে এ জরুরিসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনিরুজ্জামান মনিরসহ উপজেলার ১০ জন সার ডিলার।

এ সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় সারের মূল্য নিয়ন্ত্রণে দামুড়হুদা উপজেলার সার ডিলারদের সাথে জরুরিসভা করা হয়েছে। সভায় উপজেলার ডিলাররা জানিয়েছেন, এই মুহূর্তে দামুড়হুদায় সারের কোনো সঙ্কট নেই। ইউএনও দিলারা রহমান আরও বলেন, সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে কোনো অবস্থায় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি করা যাবে না। কোনো দুষ্টচক্র যেনো সারের কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। জনসচেতনতা বৃদ্ধির জন্য এ বিষয়ে মাইকিংয়ের ব্যবস্থা করা হবে। এছাড়াও ইচ্ছাকৃতভাবে সারের দাম বৃদ্ধি করে বাজার অস্থিতিশীল করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Comments (0)
Add Comment