দামুড়হুদার হাউলী মাঠে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাঠ দিবস

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নতুন হাউলী গ্রামের মাঠে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে বায়োলিড পণ্যের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টার দিকে দামুড়হুদার নতুন হাউলী গ্রামস্থ মাঠে আজিত মল্লিকের লিচু বাগানে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক মো. রমজান আলীর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন ফেরোমান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের পরিচালক কে এম মনোয়ার হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি কে এম মনোয়ার হোসেন বক্তব্যে বলেন, বায়োলিড ব্যবহারের উপকারিতা খুবই ভালো। বয়োলিড ফসল উৎপাদনের সহায়ক হিসেবে ভূমিকা রাখে। বায়োলিড ব্যবহার করলে মাটি শোধন করে, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। মাটির উর্বরতা শক্তি বৃদ্ধির ফলে ফসলের ফলন বৃদ্ধি হয় এবং রোগ প্রতিরোধের কার্যকারিতা বৃদ্ধি পায়। বায়োলিডে রয়েছে অনুজীব; যা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি কমিয়ে আনা পরজীব গুলো দমন করে। ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (এস ও) শিমুল হোসেনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা কৃষক প্রতিনিধি মঞ্জুরুল কাদির, সুফলা বীজ ভান্ডারের পরিচালক আজিজুর হক, তন্দ্রা ট্রেডার্সের পরিচালক মো. আলাউদ্দিন ও কৃষক প্রতিনিধি ঝন্টু। ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (বি,ডি,ও) রকি আহমেদের সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন (এম.ও) মো. জহুরুল ইসলাম। মাঠ দিবসের আলোচনাসভা শেষে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের পরিচালক কে এম মনোয়ার হোসেন কৃষকদের বায়োলিড প্রয়োগকৃত ফসলের ধান ক্ষেত পরিদর্শন করেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পরিবেশক মনির ট্রেডাস।