দামুড়হুদায় কৃষি জমির মাটি অবৈধভাবে ট্রাক্টর যোগে পরিবহনকালে দুই ব‌্যক্তি‌র ১ মা‌সের বিনাশ্রম কারাদন্ড

বি‌শেষ প্রতি‌নি‌ধি: দামুড়হুদা উপ‌জেলার চারুলিয়া গ্রামের ভৈরব নদ ব্রীজসংলগ্ন স্থানে ভৈরব নদের পাশ্ববর্তী সরকারি খাস জমি ও ব্যক্তি মালিকানাধীন কৃষি জমির মাটি অবৈধভাবে উত্তোলনপূর্বক ট্রাক্টর যোগে পরিবহনকালে মাটিসহ দুইজন ব্যক্তি হাতেনাতে ধৃত হয়ে‌ছেন।

আজ ৩ জানুয়া‌রি আটককৃত দুইজন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) এর ৪ (খ), ৭ (ক), (খ), (গ), (ঘ) ধারার লংঘনে ১৫ (১) অনুযায়ী ভ্রাম‌্যমান আদাল‌তের মাধ‌্যমে প্রত্যেককে ০১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন দামুড়হুদা উপ‌জেলা নিবাহী অ‌ফিসার উবায়দুর রহমান সা‌হেল।

এছাড়াও অবৈধ মাটি পরিবহনের সাথে সংশ্লিষ্ট ট্রাক্টর দুইটি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়ে‌ছে।