দামুড়হুদায় তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় চলতি মরসুমে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে তুলা উন্নয়ন বোর্ড দামুড়হুদা ইউনিট অফিস প্রাঙ্গনে এবং তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জোনের বাস্তবায়নে এই কৃষি উপকরণ সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে। তুলা উন্নয়ন বোর্ড যশোর অঞ্চলের উপ-পরিচালক ড. কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, কৃষকদের তুলা চাষে উৎসাহিত করতে সরকার প্রত্যেক কৃষককে কৃষি উপকরণ প্রণোদনা হিসেবে দিচ্ছে। তুলা চাষে সময় বেশি লাগলেও লাভ বেশি। প্রতি বিঘাতে ৬০ থেকে ৭০ হাজার টাকার তুলা উৎপাদিত হয়। সেকারণে তুলা চাষ বাড়ানোর জন্য সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে। চুয়াডাঙ্গা তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, দামুড়হুদা ইউনিট তুলা উন্নয়ন বোর্ডের কটন অফিসার বিদ্যুৎ চন্দ্র দাস। চলতি মরসুমে তুলা চাষের আবাদ বৃদ্ধির লক্ষ্যে দামুড়হুদা ইউনিটের ৫ শত ৫০ জন প্রান্তিক ও ক্ষুদ্র তুলা চাষীদের মাঝে প্রনোদণা প্রাপ্ত বিনামূল্যে হাইব্রিড তুলা বীজ ৬০০গ্রাম, ইউরিয়া সার ২৫ কেজি, টিএসপি সার ৫০কেজি, এমওপি সার ৫০কেজি, বোরন ২ কেজি, স্পিনোস্যাড ১০০মিটার লিটার, ডাইফেনথিউরোন ২০০ মিটার লিটার, ছত্রাক নাশক ১৫০ মিটার লিটার, পিজিআর ৩০০ মিটার লিটার, কৃষি উপকরণ সামগ্রী বিতরণ করা হবে।