স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা শহিদ হাসান চত্বরে পুলিশ বক্সের অদূরে এ কমিটি গঠন করা হয়। এতে রাকিবুল ইসলামকে আহ্বায়ক ও আরশেদ আলীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-যুগ্ম আহ্বায়ক জিনারুল ইসলাম ও জুয়েল ম-ল, সাংগঠনিক সম্পাদক রিমন আলী, সদস্য গোলাম মোস্তফা, ইমান আলী, সাজেদুর রহমান, সোহাগ আলী, আরাফাত হোসেন, বিল্লাল হোসেন ও হামিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা এবি পার্টির আহ্বায়ক আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিউল বাদের রোকন, সদস্য সচিব আলী রসদী মজনু ও সাংগঠনিক সম্পাদক শামীম আক্তার শামীম।