দু’নারী বিজিবি’র হাতে আটক 

জীবননগর ব্যুরো: ভারতে অবৈধ অনুপ্রবেশকালে জীবননগর উপজেলার পাথিলা হতে দু’নারীকে আটক করেছে বিজিবি। গত রোববার রাতে জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবি এ অভিযান পরিচালনা করে। আটক দু নারীর মধ্যে সাথী বেগমের (২২) বাড়ি নরসিংদীর পলাশ উপজেলায় ও রাশেদা খাতুনের (৩৭) বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলায়।

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দার দেয়া তথ্যের ভিত্তিতে জীবননগর বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা রোববার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার পাথিলা গ্রামের খামার বাড়ি নামক স্থানে অভিযান পরিচালনা করে। আটককৃতরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার অপচেষ্টা করছিলো। আটককৃত দু’জন হচ্ছে নরসিংদী জেলার পলাশ উপজেলার মাধব ঘোড়াশাল গ্রামের মৃত আবুল হাশেমের মেয়ে সাথী খাতুন ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের মৃত আব্দুল ম-লের মেয়ে রাশেদা খাতুন। বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশর ধারায় মামলা দিয়ে তাদেরকে জীবননগর থানায় রাতেই সোপর্দ করা হয় বলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত উপ-পরিচালক মেহেদী হাসান খান সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

Comments (0)
Add Comment