দেশের তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরম : যশোরের পারদ দেশের সর্বোচ্চে

স্টাফ রিপোর্টার: দেশের কিছু এলাকায় তাপ প্রবাহ প্রশমন হলেও চুয়াডাঙ্গা যশোরসহ পাশর্^বর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস নেই। তবে তাপমাত্রা কিছুটা কমতে পারে। ৫ দিনের পূর্বাভাসে বৃষ্টির সম্ভবনার ক্ষিণ আশা রয়েছে বলে আবহাওয়া বিদেরা পূর্বাভাস দিয়েছেন।
দেশের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও চুয়াডাঙ্গা মেহেরপুরসহ পাশর্^বর্তী এলাকায় ভ্যাপসা গরম অনুভুত হয়েছে। সামান্যতেই ঘেমে নেয়ে একাকার হতে হয়েছে প্রায় সকলকে। কেনো? সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমলেও সর্বনি¤œ তাপমাত্রা বেড়েছে। সূর্যের খরতাপে মাটি তেতে উঠছে। ভূপরিম-লে বাষ্পীয় বাতাস অতিষ্টের সূচক বাড়িয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাট দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্র্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মাদারীপুর, রাঙ্গামাটি, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৭ দশমিক শূন্য ও সর্বনি¤œ ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যদিও গত বুধবারের তুলনায় বৃহস্পতিবার প্রাণীকূলকে বেশি হাপিত্যেস করতে হয়েছে। দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিলো সিলেটে ২০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এখানে ৯ মিলিমিটার বৃষ্টির পর তাপমাত্রা ২০ ডিগ্রিতে নামে।
এদিকে চুয়াডাঙ্গায় দুপুরে লু হাওয়া বয়ে যাওয়ার সময় অনেকেই মন্তব্য করতে গিয়ে বলেন, চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে গেছে। মনে হচ্ছে আগুনের হল্কা বয়ে যাচ্ছে। পবিত্র রমজানের দ্বিতীয় দিনে রোজদারকে গরমে হাপিয়ে উঠতে হয়েছে। লকডাউনের দ্বিতীয় দিনে সকালে ও বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহরের বাজারে, রাস্তায় লকসমাগম কিছুটা বাড়লেও দুপুরে ছিলো কম।

Comments (0)
Add Comment